প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৮
লন্ডনে কাব্যকথা সাহিত্য পরিষদের সংবর্ধনা

লন্ডনের অন্যতম সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ রোববার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের পিউর চাই রেস্টুরেন্টে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই উষ্ণ সংবর্ধনায় সম্মানিত হন কবি হাসিদা মুন এবং মানুষ গড়ার কারিগর শিক্ষিকা দুলুন নাহার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইমদাদুন খান এবং সঞ্চালনা করেন কবি ড. আজিজুল আম্বিয়া। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্যে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ইতিহাসবিদ ফারুক আহমদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার উর্মি মজহার, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ছাদ, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ইকবাল, সম্পাদক কবি উদয় শংকর দুর্জয়, কবি মুজিবুল হক মনি, আবৃত্তি শিল্পী স্মৃতি আজাদ, কবি আসমা মতিন, প্রবীণ সাংবাদিক রহমত আলী, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসাইন ও সাধারণ সম্পাদক তওহিদুল করিম মুজাহিদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান প্রমুখ।
ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি পুঁথি সম্রাট জালাল ইউসুফ, নারী নেত্রী হেনা বেগম, সাংবাদিক হাফসা ইসলাম, কমিউনিটি নেতা আব্দুস সাত্তার, এটিএন বাংলার সাংবাদিক সুয়েজ আহমদ, আব্দুল খালিক, কবি নোমান আহমদ, আব্দুল মুকিত, কবি জেসিকা চৌধুরী, কবি সালমা বেগম, কবি লাভলী বেগম ও কবি শেখ লাকি।
সাহিত্য, সংস্কৃতি ও বন্ধুত্বের এই মিলনমেলায় অতিথি ও আমন্ত্রিতরা কবিতা পাঠ, আবৃত্তি ও আলাপচারিতার মাধ্যমে মানবতার বার্তা বিনিময় করেন, যা লন্ডনের প্রবাসী সমাজে এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি করে।