প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২০:৫০
শিশির কুমার সাহার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন
বাদল মজুমদার

চাঁদপুরের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী সুব্রত সাহা মানিকের পিতা, চাঁদপুর পৌরসভার সাবেক সার্ভেয়ার স্বর্গীয় শিশির কুমার সাহার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে রোববার (১৭ আগস্ট ২০২৫) চাঁদপুর মহাশ্মশানে বিদেহী আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন স্বর্গীয় শিশির কুমার সাহার বড়ো ছেলে সুব্রত সাহা মানিক ও তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা।
স্বর্গীয় শিশির সাহা ১৯৯৫ সালের ১৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে তার বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।