শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০০:২৯

ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বাদ জুমা চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাও. নিজাম উদ্দিন। মিলাদ ও দোয়ার পূর্বে বক্তব্য রাখেন মরহুম ইকরাম চৌধুরীর বড়ো ভাই মুনির চৌধুরী।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের নির্বাহী সম্পাদক জালাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর দর্পণের সহকারী সম্পাদক, চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশন ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক চাঁদপুর দর্পণের মফস্বল সম্পাদক এ কে আজাদ, মতলব উত্তর অফিস প্রধান শামসুজ্জামান ডলার, হাজীগঞ্জ উপজেলার অফিস প্রধান এসএম মিরাজ মুন্সি, সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন ম্যানেজার আশরাফুল আলম, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ, সহকারী মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, স্টাফ রিপোর্টার সুজন আহমেদ, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, হাইমচর উপজেলা অফিস প্রধান জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মহসীন আলম, সাবেক পৌর ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোরশেদ সেলিম, দৈনিক চাঁদপুরের সম্পাদক কেএম মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক প্রিয় চাঁদপুরের বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আলমগীর পাটওয়ারী, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার রায়হান বাবুসহ মসজিদের মুসল্লিগণ ।

ক্যাপশন : শুক্রবার বাদ জুমা চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদে দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়