রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:০১

স্মৃতিময় যুব সংঘের স্মরণীয় কাজ

অনলাইন ডেস্ক
স্মৃতিময় যুব সংঘের স্মরণীয় কাজ

অর্থের অভাবে চিকিৎসা সংকটে থাকা অসহায় অগ্নিদগ্ধ শিশু মারজিয়ার চিকিৎসায় পাশে দঁাড়িয়েছে স্মৃতিময় যুব সংঘ। ১৮ জুলাই ২০২৫ (শুক্রবার) সকালে চঁাদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু মারজিয়ার পরিবারের হাতে দ্বিতীয় ধাপে অর্থ সহায়তা তুলে দেন সংগঠনটির সদস্যরা। এ নিয়ে দুবারে মারজিয়ার পরিবারের হাতে নগদ ৫৯ হাজার ২শ’ টাকা তুলে দেয় চঁাদপুরের সামাজিক ও মানবিক এ সংগঠনটি। সংগঠনের সদস্যরা জানায়, গত ১১ জুলাই শুক্রবার চঁাদপুর সদর উপজেলার মধ্য রঘুনাথপুর গ্ৰামে গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয় অসহায় পরিবারের সন্তান শিশু মারজিয়া। শরীরের প্রায় অধিকাংশ পুড়ে যাওয়া শিশুটিকে তার পরিবার চঁাদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ সময় টাকার অভাবে তার চিকিৎসা সংকটে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে স্মৃতিময় যুব সংঘের প্রতিনিধি দল। সরজমিনে গিয়ে তারা জানতে পারেন মারজিয়ার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী। পরিবারটি খুব অসহায় ও গরিব। এরপর সংগঠনের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে মারজিয়ার চিকিৎসার দায়িত্ব নেয় স্মৃতিময় যুব সংঘ। তাদের সাথে সৌদি প্রবাসী মহসিন পাটোয়ারী তার বন্ধুদের সহযোগিতায় ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। সংগঠনের সদস্যরা বলেন, আলহামদুলিল্লাহ্ সকলের দোয়া এবং সহযোগিতায় মারজিয়ার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। আরো কিছুদিন হাসপাতালে থাকা লাগবে। কেউ যদি অসহায় মারজিয়ার জন্যে সহযোগিতা পাঠাতে চান তাহলে সরাসরি মারজিয়ার পরিবারের সাথে যোগাযোগ করে দিতে পারবেন। মারজিয়ার বাবা মুজিব বেপারীর ফোন নাম্বারে এই সহযোগিতা পাঠাতে পারেন (০ ১৮২১-৮০৪১৬১)। ইতোমধ্যে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সকলের জন্যে দোয়া ও ভালোবাসা জানিয়ে স্মৃতিময় সংঘের নেতৃবৃন্দ বলেন, আমরা আশাবাদী আপনারা মানবিক কাজে সবসময় আমাদের সাথে এগিয়ে আসবেন।

সত্যি কথা বলতে কি, যুব সংগঠন হিসেবে স্মৃতিময় যুব সংগঠন খুব একটা পরিচিত বা খ্যাতিমান সংগঠন নয়। কিন্তু অগ্নিদগ্ধ শিশু মারজিয়ার চিকিৎসার্থে আন্তরিকতার সাথে এগিয়ে এসে তারা একটি স্মরণীয় কাজই করে ফেললো-এটা বললে অত্যুক্তি হবে না। তাদের এ কাজটি যদি আরো অনেকের সহায়তায় পরিপূর্ণ সফলতায় পর্যবসিত হয়, তাহলে একটি দৃষ্টান্তে পরিণত হবে বলে আশা করি। স্মরণীয় কাজ করার জন্যে স্মৃতিময় যুব সংঘকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়