শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:২৯

কোনো পাতার শততম সংখ্যা কোনো পত্রিকার জন্যে নিছক কোনো পরিসংখ্যান নয়

সিরাজুল মুস্তাকিম, পিয়াল
কোনো পাতার শততম সংখ্যা কোনো পত্রিকার জন্যে নিছক কোনো পরিসংখ্যান নয়

কোনো পাতার শততম সংখ্যা কোনো পত্রিকার জন্যে নিছক একটি পরিসংখ্যান নয়, এটি এক অনন্য অর্জন, একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ধারাবাহিকতা, দায়বদ্ধতা ও সময়ের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। প্রবাসীকণ্ঠ তার এই শতসংখ্যার অভিযাত্রায় কেবল সংবাদ পরিবেশন করেনি, বরং হয়ে উঠেছে প্রবাসী জীবনের আনন্দ-বেদনা, সংগ্রাম-সাফল্য এবং নীরব আশাবাদের এক বিশ্বস্ত কথক।

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরা আজ শুধুই অর্থনৈতিক উন্নয়নের সহায়তাকারী নন, তারা হলেন সংস্কৃতির দূত, মানবিক যোগাযোগের সেতুবন্ধন এবং বাংলাদেশের প্রগতির নীরব কিন্তু অমূল্য অংশীদার। প্রবাসীকণ্ঠ সেই প্রবাসীদের হৃদয়ের ভাষা, আশা-আকাঙ্ক্ষা এবং অন্তর্দহনকে আশ্চর্য আন্তরিকতায় তুলে ধরেছে প্রতিটি সংখ্যায়।

একজন নিয়মিত পাঠক ও লেখক হিসেবে আমার সৌভাগ্য যে, এই মহৎ যাত্রায় ক্ষুদ্রতর এক সহযাত্রী হতে পেরেছি। এ আমার জন্যে এক আন্তরিক গর্বের বিষয়।

‘প্রবাসীকণ্ঠ’-এর প্রতি রইলো হৃদয়ভরা শুভ কামনা। আগামীর সংখ্যাগুলো হোক আরো সাহসী, আরো অন্তরঙ্গ, আরো মানবিক এবং দেশ, মানুষ ও মাতৃভূমির মাঝে সেতুবন্ধনের এক দীপ্ত ভরসা হয়ে।

লেখক : তাল্লিন, এস্তোনিয়ায় অবস্থানরত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়