রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:৩০

চাঁদপুর বাস স্ট্যান্ডে এতো গাঁজার মজুদ!

অনলাইন ডেস্ক
চাঁদপুর বাস স্ট্যান্ডে এতো গাঁজার মজুদ!

গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী কর্তৃক সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) রাত এগারোটা পাঁচ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী বাহাদুর (৩৭) এবং আরিফুল (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর সেনা ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লার ভারত সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় এবং ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত হাইওয়ে রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে র‌্যাব প্রায়শই বিপুল পরিমাণ গাঁজা (২০ থেকে ৫০ কেজির ওপরে) জব্দ করে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এটা র‌্যাবের ধারাবাহিক সাফল্য। চাঁদপুরের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন গাঁজাসহ বিভিন্ন প্রকারের মাদক যৌথবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে। তবে চাঁদপুর বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার রাতে সাড়ে ১৭ কেজি গাঁজা জব্দ হবার মতো মাদকের এতো বড়ো চালান ইতঃপূর্বে জব্দ হবার ঘটনা ঘটেনি বলে যদ্দুর জানা যায়। চাঁদপুর বাস স্ট্যান্ডে বিপুল সংখ্যক পরিবহন শ্রমিকের চাহিদার কারণে ধৃত দু মাদক ব্যবসায়ী গাঁজার এতোটা মজুদ করেছে, না এই স্থানটি মাদক ব্যবসার জন্যে অত্যন্ত নিরাপদ স্থান-এটা এখন টক অব দ্যা চাঁদপুর ডিস্ট্রিক্ট। আমরা চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে মাদকের বিরাট মজুদ উদ্ধারের সাফল্যের জন্যে যৌথ বাহিনীকে অভিনন্দন জানাই এবং এইখানে তাদের নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়