শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪

শবে বরাত

এম,আলমগীর হোসেন
শবে বরাত

শবে বরাত এম,আলমগীর হোসেন

শাবান মাসের চৌদ্দ তারিখ

দিবাগত রাত,

খোদার কাছে যা খুশি চাও

তুলে দুটি হাত।

সবার আগে বিদ্যা চাইবো

চাইবো বুদ্ধি জ্ঞান,

সুস্থ থাকার জন্য চাইবো

সুস্থ দেহে প্রাণ।

সবার তরে চাইবো ভালো

কাপড় রুটি ভাত,

খোদার কাছে মন খুলে চাও

তুলে দুটি হাত।

লেখাপড়া শিখে সবাই

মানুষ হতে চাই,

আল্লাহ ও রাসূলের পথে

চলবো যে সদা।

দেশ ও দশের তরে যেন

কাটে মোর হায়াত,

খোদার কাছে এই তো চাহি

তুলে দুটি হাত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়