রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৮:৪৬

আগুন কেড়ে নিলো কৃষকের সর্বস্ব

কামরুজ্জামান টুটুল
আগুন কেড়ে নিলো কৃষকের সর্বস্ব

দিনমজুর জহিরুল ইসলামের মাটি ছাড়া সারাজীবনের সর্বস্ব কেড়ে নিলো আগুন। রোববার (২০ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের ইয়াকুব আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে করে সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জহির এ বাড়ির মৃত ওহাব আলী বেপারীর ছেলে। জানা যায়, কৃষক জহিরের বসতঘরটি পূর্ব কাজিরগাঁও গ্রামের কৃষি মাঠের মাঝে। এদিন দুপুরে এ বাড়ি থেকে কালো ধোঁয়া দেখতে পায় মাঠের কৃষকরা। এ সময় তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। গাড়ি চলাচলের উপযোগী রাস্তা না থাকায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের কষ্টকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চৌচালা বসতঘরের প্রায় ৮০ শতাংশ এবং ঘরে থাকা সকল আসবাবপত্র, তৈজসপত্র, নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য সকল মালামাল পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ার সময় জহির ও তার স্ত্রী-সন্তানেরা বাড়িতে ছিলেন না। তিনি গরু ক্রয়ের উদ্দেশ্যে ৬০ হাজার টাকা ঋণ এবং ওই টাকা ঘরে রেখে তার শ্বশুর বাড়ি এলাকায় গরু দেখতে গিয়েছিলেন। এর মধ্যে আগুনে টাকাসহ বসতঘরের সব কিছু পুড়ে যায়। খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। এ সময় তিনি ও তার স্ত্রী-সন্তানদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার বিষয়টা ইউএনও মহোদয়কে জানিয়েছি। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জহিরকে সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়