শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪

অসুস্থ ও প্রয়াত সাংবাদিকদের স্বজনদের জন্য ফরিদগঞ্জ প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান

ফরিদগঞ্জ ব্যুরো
অসুস্থ ও প্রয়াত সাংবাদিকদের স্বজনদের জন্য ফরিদগঞ্জ প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও তাদের জীবিত এবং প্রয়াত স্বজদের জন্য দোয়ার আয়োজন করেছে প্রেসক্লাব।

শুক্রবার (১০সেপ্টেম্বর) বাদ আছর করোনা মহামারীর কারণে প্রেসক্লাবের নিবার্হী সদস্য আবু হেনা মোস্তাফা কামাল বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়া, সহসভাপতি জাকির হোসেন সাঈদ পাটওয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা ছাড়াও প্রেসক্লাব সভাপতি কামরজ্জামানের শ্বাশুরী মাতা , সদস্য রুহুল আমিন স্বপনের বোন ও ভগ্নীপতি, সদস্য আবদুল কাদিরের পিতা, এমরান হোসেন লিটনের ভগ্নিপতিসহ অনেকের আত্মীয় স্বজন মারা যান। তাদের রুহের মাগফেরাত কামনা এবং ক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী , বর্ত,মান কমিটির সিনিয়র সহসভাপতি এম কে মানিক পাঠান, আমান উল্ল্যা আমান, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তাফা কামাল, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, নিবার্হী সদস্য শিমুল হাসান, সদস্য আব্দুল কাদির, সদস্য মেহেদী হাসান, মামুন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন ওয়াবদা মসজিদের ইমাম হাফেজ জয়নাল আবেদিন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়