প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭
চাঁদপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ অসুস্থ

চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক, বর্তমান কমিটির উপদেষ্টা আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ বেশ অসুস্থ। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
|আরো খবর
চাঁদপুরে দলমত নির্বিশেষে একজন গুণী ও গ্রহণযোগ্য মানুষ হিসেবে শফিউদ্দিন আহমেদ বেশ পরিচিত। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে চাঁদপুর শহরে তিনি বেশ সমাদৃত। তাঁর আশু আরোগ্যে তাঁর শুভাকাঙ্ক্ষীরা সকলের নিকট দোয়া চেয়েছেন।