প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
মৌলভীবাজারে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তেও বাড়ানো হয়েছে টহল

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মাঠে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিজিবির ৪৬, ৫২ ও ৫৫ এই তিনটি ব্যাটালিয়নের ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তা বলয় তৈরি, টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করছে।
|আরো খবর
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি মন্দির ও সার্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল উস সামাদ। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও স্থানীয়দের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া পিবিজিএম, পিএসসি এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকায় ৭৯টি এবং পৌরসভার ১৭টি সহ মোট ৯৬টি পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে দুর্গাপূজার সময় কোনো অঘটন না ঘটে।
সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল উস সামাদ বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে পারে, সে জন্যে বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারাবদ্ধ।