রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৯

ডাকাতিয়া থেকে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

কবির হোসেন মিজি
ডাকাতিয়া থেকে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুর শহরের দর্জিঘাট গুনরাজদী বেপারী বাড়ির সামনে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে নদীর পাশে কচুরিপানার ভেতর লাশটি স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, সকালে এক জেলে নদীতে নৌকায় মাছ শিকারের সময় স্রোতে ভেসে থাকা কোনো বস্তু দেখতে পান। তিনি প্রথমে ভেবেছিলেন এটি কোনো পুতুল বা পরিত্যক্ত জিনিস। পরে লাঠি দিয়ে কচুরিপানা সরাতেই দেখেন এটি একজন কিশোরীর লাশ। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আশপাশের লোকজনকে ডাকেন এবং পরে পুলিশে খবর দেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করতে নৌ-থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। তিনি জানান, লাশটি কয়েকদিন আগের বলে মনে হচ্ছে এবং দীর্ঘ সময় পানিতে থাকার কারণে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এখনো লাশটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা ধারণা করছেন, কিশোরীটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এখানে এসে আটকে থাকতে পারে। বিস্তারিত আসছে....

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়