প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২
শ্রীমঙ্গলে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, জিরা ও কসমেটিক্স পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজন আটক হয়েছে।
|আরো খবর
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল কায়ূম ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এসব পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







