প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৪:১৮
শ্রীনগরে রাতের আঁধারে চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া ইমান আলী মুন্সি বাড়ির মরহুম ইয়াকুবমুন্সির নাতি মোঃ সোনাই মোড়লের ছেলে জাকিরের বসবাসরত ঘরে
|আরো খবর
১০ নভেম্বর ২০২৫ দিবাগত রাতের আঁধারে কোন এক সময়ে চোরের দল তালাবদ্ধ ঘরের দরজার আংটা কেটে ঘরে প্রবেশ করে ।
ঘরের ফ্রিজে রক্ষিত মাছ মাংস ও ওয়ারড্রবে রক্ষিত মূল্যবান কাপড়-চোপড় নিয়ে যায় ।
চোরের দল খাটের বিছানা তছনছ করে ।
চুরি সংগঠিত হওয়ার সময় ঘরের গৃহকর্তী মৌসুমী ও তার তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি জনশূন্য হওয়ায় চোরের দল সুযোগ বুঝে চুরি করে নিরাপদে চলে যায় । মৌসুমীর ছোট জা ১১ নভেম্বর ২০২৫ ভোরে আসমা ফজর নামাজের সময় ওযু করতে বের হলে দেখেন তার জার তালাবদ্ধ ঘর খোলা।
পরে দরজার কাছে গিয়ে দেখেন ঘরের আসবাব পত্র তছনছ করে চোরের দল ঘরের মূল্যবান আসবাবপত্র নিয়ে শটকে পড়েছে ।
চুরির সংবাদটি জানার পর প্রতিবেশীরা তা দেখতে জাকিরের বাড়িতে ভিড় জমায়।
চুরি সংঘটিত হলেও থানায় কোন মামলা জিডি করা হয়নি।







