প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২০
রায়পুরের ১৩ মামলার আসামি মাদক সম্রাট মাইকেল ও সহযোগী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সম্রাট নামে পরিচিত মো. দেলোয়ার হোসেন মাইকেলসহ তার এক সহযোগীকে ২ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মাইকেলের নামে ১৩টি ও জামালের নামে ২টি মাদক মামলা রয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মাইকেল উপজেলার শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে। ২০২৩ সালে মাইকেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০০ ইয়াবা ও দুশ' গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছিলো।
বিকেলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। মাইকেল দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ ও সদর থানায় ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিভিন্ন অপরাধে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরও একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।