সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪

বিষ্ণুদীতে দেওয়াল দিয়ে অবরুদ্ধ করা হয়েছে একটি নিরীহ পরিবারকে

স্টাফ রিপোর্টার
বিষ্ণুদীতে দেওয়াল দিয়ে অবরুদ্ধ করা হয়েছে একটি নিরীহ পরিবারকে

চাঁদপুর শহরের বিষ্ণুদী জিটি রোডে দেওয়াল দিয়ে অবরুদ্ধ করা হয়েছে একটি নিরীহ পরিবারকে। জানা যায়, মনির হোসেন সরকারের জায়গায় আওয়ামী লীগের দোসর শাহজাহান সরকার ও শাহাবুদ্দিন সরকার ওরফে সাহিদ সরকার জোরপূর্বক প্রভাব বিস্তার করে বসতঘরের সামনে দেওয়াল টেনে অবরুদ্ধ করেছে। দেয়াল টানানোর কারণে মনির হোসেন সরকার ও তার পরিবারের কেউ বসতঘর থেকে বের হতে পারছে না। দেয়াল নির্মাণ না করার জন্যে নিষেধ করা হলে শাহজাহান সরকার ও তার সাঙ্গপাঙ্গরা মনির সরকারকে মারার জন্যে তেড়ে আসে ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি প্রভাব বিস্তার করে আসছে।

এ ব্যাপারে মনির হোসেন সরকার বলেন, মৃত আবদুল আজিজ সরকারের ছোট ছেলে শাহজাহান সরকার বিগত ২০০৮ সালে আর এস খারিজ দিয়ে হাল ২৩০০ দাগে তার বোনকে দিয়ে ৩ শতাংশ করে ২ জনের কাছে সম্পত্তি বিক্রি করে । এমন বিক্রিত ৩ শতাংশের দলিল ঢাকায় ইসলামী বাংকে ২০১২ সালে বন্ধক রেখে মোটা অংকের টাকা তোলে। ২০১৭ সালে বিএস গেজেট বের হওয়ার পর পর ঐ দলিলের জমি মিউটিসন করতে গেলে দেখা যায় যে, মোট ৬ শতাংশ জমির মধ্যে মৃত আজিজ সরকারের নামে আছে মোট ২ শতাংশ জমি। যে দলিল সে বাংকে রাখে এর মধ্যে ২ শতাংশ

খারিজ করে। বাকি এক শতাংশ ২০২৫ সাল পর্যন্ত আর খারিজের ব্যবস্থা করে নি। বাকি ৩ শতাংশ ২০২৩ সালে আওয়ামী সরকারের আমলে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী ২ নেতাকে দিয়ে এক নিরীহ ব্যক্তির জমি জবরদখল করিয়ে নিজেরা বিক্রি করে। ২০২৫ সালের জুন মাস হতে এলাকার বিএনপির কিছু নেতাকে নিয়ে বেদখলের পাঁয়তারা করে আসছে ভূমিদস্যু শাহজাহান সরকার। যে দল যখন ক্ষমতায় সেই দলের পক্ষে কাজ করে সে। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সে আমার বসতঘরের সামনে দেয়াল টানিয়ে দিয়েছে। এতে আমি ও আমার পরিবারের কেউ ঘর থেকে বের হতে পারি না।এ নিয়ে আদালতসহ তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়