শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯

চাঁদপুর সদর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সদর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি ও গ্রাম আদালত প্রকল্প চাঁদপুর জেলা ম্যানেজার মমতাজ বেগম।

কর্মশালায় গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ, সালিস ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, মামলার ধরণসহ গ্রাম আদালতের কার্যপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পুনরায় সক্রিয় করতে স্থানীয় প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অনুপস্থিতি, স্থানীয় পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় কার্যকর কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

কর্মশালার শেষ অংশে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রশাসনের সহায়তা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সবার কথা মনোযোগ দিয়ে শুনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এবং গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়