প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭
শাহরাস্তি থানার ওসির প্রচেষ্টায় মুঠোফোন উদ্ধার

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নিরলস প্রচেষ্টায় সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালামের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার সূূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক এলাকা থেকে মোবাইল ট্র্যাকিং/তথ্য প্রযুক্তির সহায়তায় এটি উদ্ধার করা হয়। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের হাতে মুঠোফোন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মো. ওলি উল্ল্যাহ ও প্রভাষক মোহাম্মদ আলী।
|আরো খবর
অধ্যক্ষ জানান, গত ৭ আগস্ট ২০২৫ বেলা ১২টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হতে শোরসাক যাওয়ার পথে Galaxy A55 5g মোবাইল সেটটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মোবাইল ফোনটি না পেয়ে ঐদিন শাহরাস্তি থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।