বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২২:০৮

শ্রীমঙ্গলে ১৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে ১৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ৮টি মামলার পরোয়ানাভুক্ত এবং চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্রআইনে মামলাসহ আরও ৬ মামলাসহ মোট ১৪ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি আল-আমিন ওরফে সুমন (৩৮)কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার হেয়াজত থেকে ২০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৫ হাজার টাকা, একটি ইলেকটিক টর্চার সর্ট মেশিন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সুজুকি জিকসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর সিন্দুরখাঁন রোডস্থ ইকরা মাদ্রাসা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আল আমিন ওরফে সুমনের শ্রীমঙ্গলের চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ৮টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র আইনসহ আরও ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়