প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:১৬
রায়পুরে রাস্তা দখল করে জোরপূর্বক বসতঘর নির্মাণ, আহত ৪, মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন ফল গাছ কেটে ও চলাচলের রাস্তা দখল করে বসতবাড়ি করার অভিযোগ পাওয়া গেছে শামসুল হক শামছুসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে যাওয়ায় অসহায় নিরীহ পরিবারকে পিটিয়ে আহত করা হয়। মামলা করা হলে হত্যা ও ক্ষতিসাধন করার হুমকিও দেয়া হয়েছে।
এ ঘটনায় রাতেই ক্ষতিগ্রস্ত মো. সুমন বাদী হয়ে অভিযুক্ত শামসুল ইসলাম সামছুসহ ৬ জনকে আসামী করে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (১০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম বামনী গ্রামের বরম উল্যা বেপারী বাড়ীতে।
ক্ষতিগ্রস্ত সুমন জানান,, প্রতিপক্ষ শামসুল হক ও সাহিদা বেগম টুনি বাড়ির বাসিন্দাদের যাতায়াতের রাস্তা দখল করে তাদের বসতঘর নির্মাণ করে। বাধা দিতে গেলে শামসুল ইসলাম সহ তার লোকজন পিটিয়ে আহত করে। নারী সহ আহত ৪জনকে উদ্ধার করে হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে হত্যা করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্যদের কাছে বিচার চেয়েও তা এখন পর্যন্ত পাচ্ছি না।
এলাকাবাসী জানান, দুই পক্ষকে নিয়ে এলাকায় একাধিকবার সালিসি বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী সাহিদা বেগমের পরিবারকে পুরো বিল্ডিং না ভেঙ্গে শুধুমাত্র বারান্দার বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু তারা সিদ্ধান্ত না মেনে শামছুল ইসলাম সুমনসহ তার পরিবারকে মারধর, হত্যার হুমকি ও ক্ষতিসাধন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়েছে। "হত্যা করে ফেলবো" শামসুল ইসলাম নামের এক স্বজন প্রবাসে থেকে তার ফেসবুকে এই কথাগুলো প্রকাশ করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত শামসুল ইসলাম বলেন, আমাদের জমিতে আমরা বসতঘর করেছি। সুমনের পরিবার বাধা দিতে আসলে হাতাহাতি হয়। কোনো হুমকি দেয়া হয়নি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভুইয়া বলেন, শামসুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে করা সুমনের লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।