প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২৩:৩৩
কুলাউড়া সীমান্ত থেকে ৩ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক বিওপি হরিপুর এলাকা থেকে ৩ যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া যুবকরা হলেন সোহাগ (২৩), মাসুক আলী (২০) ও সিপার আহমেদ (২২)।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) মধ্যরাতে মাছ ধরার সময় তাদের আটক করে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
৩ যুবকের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলেন বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।
এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি।
শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, বাংলাদেশের অভ্যান্তরে মাছ শিকারের সময় বিএসএফ ৩জনকে ধরে নিয়ে গেছে তিনি খবর পেয়েছেন।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তিনিও ঘটনা জেনেছেন, তবে ধরে নিয়ে যাওয়া যুবকদের পরিবার থেকে কোনো অভিযোগ পাননি।