মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২২:০৭

পুরাণবাজারে মাদক বিক্রিকালে দুজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে মাদক বিক্রিকালে দুজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী

চাঁদপুর শহরের পুরাণবাজারের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব শ্রীরামদী ও পূর্ব জাফরাবাদ এলাকা মাদক বিক্রয় ও সেবনকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। ইদানীং এ এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় বেড়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। এমন পরিস্থিতিতে ইয়াবা বিক্রির সময় মাসুদ ও সামু নামের চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (৭ জুলাই ২০২৫) বিকেলে পুরাণবাজার পূর্ব জাফরাবাদ চকিদার বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী রাজ মাসুদ ও সামুকে হাতেনাতে ধরা হয় । এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করে।

এ ঘটনাটি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল গাজী ও ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা পুলিশকে অবগত করেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী রাজ মাসুদ ও সামুকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাসুদ ও সামুর বিরুদ্ধে এর পূর্বে বেশ ক'টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তারা এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি এবং সেবন করছে বলে স্থানীয়রা জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়