প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:৫৬
ঢাকা দোহার সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা উল্টে সাতজন আহত
মুন্সীগঞ্জের শ্রীনগরের জাহানাবাদ এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে ৬ জুলাই ২০২৫ বিকেল সাড়ে তিনটায় জাহানাবাদ নামক স্থান হতে একটি অটোরিকশায় ছয়জন যাত্রী মাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
|আরো খবর
রুদ্রপাড়া মোখলেছ ব্যাপারীর বাড়ির সম্মুখে অটোরিকশাটি পৌঁছলে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তায় ছিটকে পড়ে এবং অটোরিকশার সম্মুখের কাচ ভেঙে যায় ও ব্যাটারি ছিটকে রাস্তায় পড়ে।
এ ঘটনায় অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসালয়ে পাঠান।
আহতরা হচ্ছেন অটোচালক মোহাম্মদ জাহান খান, যাত্রী মোহাম্মদ আরিফ হোসেন (৪৮), সেতু (৩২), ফিরোজা (৩৫), সুমাইয়া (১৮), সুলাইমান (৮) এবং সুমাইয়া (৮)।
প্রত্যক্ষদর্শী মো. আবু সাঈদ প্রতিবেদককে জানান, পিকআপ চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটে। চালক দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যান।
স্থানীয় দারসুল কুরআন মাদ্রাসার স্বত্বাধিকারী কারী নজরুল ইসলাম জানান, এই রাস্তাটি খুবই ব্যস্ত একটি পথ — যেখানে প্রতিদিন শত শত মানুষ হাঁটাচলা করেন এবং রিকশা-অটোরিকশা ও যাত্রীবাহী বাস চলাচল করে।
তিনি বলেন, যানবাহনের চালকদের বেপরোয়া গতির কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে থাকে। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডিসিকে/এমজেডএইচ