প্রকাশ : ১৩ মে ২০২৫, ২১:৩০
বলাখাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৫) বিকেল ৫টা ৩৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে ১টি ৭.৬২ মি. মি. চাইনিজ রাইফেল (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া), ১টি স্থানীয়ভাবে তৈরি ৭.৬২ মি. মি. রাইফেল, ১ রাউন্ড রাইফেল অ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরি হাত বোমা উদ্ধার করা হয়। পরে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং অ্যামোনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।