প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৬
চাঁদপুরে যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান

৪ সেপ্টেম্বর শুক্রবার যৌথ বাহিনীর নেতৃত্বে ৪-৫ আগস্ট পর্যন্ত চাঁদপুর জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর আনুমানিক বিকাল পৌনে চারটার সময়
|আরো খবর
সন্ত্রাসী কমর্কান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার কৃষ্ণপুর নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় শফিউল ইসলাম রাজু নামক ১ জন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি’কে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনী কর্তৃক প্রেরিত এ তথ্য জানানো হয়।