শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ২০:২৮

চাঁদপুর মেঘনা ডিপো ও বেদে পল্লী এলাকায় মাদক ব্যবসা জমজমাট

সোহাঈদ খান জিয়
চাঁদপুর মেঘনা ডিপো ও বেদে পল্লী এলাকায় মাদক ব্যবসা জমজমাট

চাঁদপুর শহরের ৫ নং ঘাট মেঘনা ডিপো ও বেদে পল্লী এলাকায় মাদক ব্যবসা জমজমাট।

এ ডিপো ও বেদে পল্লী এলাকায় ২৪ ঘন্টাই হাত বাড়ালে সকল ধরনের মাদক পাওয়া যায়। এক শ্রেণির পেশাদার নারী পুরুষ মাদক ব্যবসা করে যাচ্ছে। এরা মোবাইল ফোনের মাধ্যমে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে থাকে।

এখানে ইয়াবা টেবলেট বেশি বিক্রি হয়ে থাকে। এরা প্রতিযোগিতার মাধ্যমে মাদক বিক্রি

করে আসছে ।

একটি সূত্র জানায়, স্থানীয় কিছু প্রভাবশালীদের ছএছায়ায় এখানে মাদক ব্যবসা চলে আসছে। ঐ মহলকে মাদক ব্যবসায়ীরা ম্যানেজ করে তাদের মাদক বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি এরা মোবাইল ফোনে যোগাযোগ করে চায়ের দোকানে অথবা হাঁটা চলার মাধ্যমে মাদক দিয়ে থাকে। যার ফলে প্রশাসন এদেরকে আটক করতে পারেনি। এঁরা চতুর হওয়ায় কাউকে তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো যে যার মতো করে মাদক বিক্রি করে যাচ্ছে।

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ক ব্যক্তি জানান, এরা খারাপ প্রকৃতির লোক। এদেরকে কিছু বললে দলবদ্ধ ভাবে মানুষের সাথে ঝামেলা করে থাকে। এদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। এব্যাপারে সচেতন এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়