মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৪

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর চরের বাঁশগাড়ি এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি আনুমানিক ১১টার সময় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর বাঁশগাড়ি চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর হতে সুরেশ্বরগামী একটি যাত্রীবাহী স্টিলবডি ট্রলার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মোঃ কিরণ মোল্লা নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চাঁদপুর সদরের শ্রমিক কলোনি এলাকার বাসিন্দা।

তিনি আরও বেলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়