প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১
কোস্টগার্ডের অভিযানে অর্ধশত মণ জাটকা জব্দ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের ছোট ছোট পোনা নিধন থেমে নেই। কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযানে এবার শীত মওসুমে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবারও পাচারকালে জাটকার একটি বড় চালান ধরেছে কোস্টগার্ড। ১৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় মেঘনা নদীর মোহনপুর লক্ষ্মীরচর এলাকায় অভিযান চালিয়ে তারা এই অর্ধশত মণ জাটকা জব্দ করে।
|আরো খবর
কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মোহনপুর লক্ষ্মীরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্টিলবডি তল্লাশি করে আনুমানিক ২০০০ কেজি (৫০ মণ) জাটকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৮ এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।