শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০০

মতলবে ট্রাক চাপায় শিশু নিহত

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ট্রাক চাপায় শিশু নিহত

মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের ধনারপাড় জোড় পুকুর এলাকায় আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার ১১টায় ট্রাকের চাপায় তাসফিয়া (৫) নামের এক শিশু মারা গেছে। রুনিয়া (৭) নামের অপর এক শিশু গুরেুতর আহত হয়েছে। জানা যায়, ওই দুই শিশু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে পিছন থেকে মাল বোঝাই একটি ট্রাক তাদের দুজনকে চাপা দেয় (ঢাকা মেট্রো-ট-১৮-৩২৭৯)। এতে ঘটনাস্থলে তাসপিয়া মারা যায়। অপর শিশু রুনিয়া ট্রাকের ধাক্কায় পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মতলবে হাসপাতালে নেওয়া হয়।

তাসপিয়া ধনারপাড় কালুশাহ প্রধানীয়া বাড়ির অটো চালক মোঃ ইব্রাহিমের মেয়ে। রুনিয়া একই বাড়ির রাকিবুল ইসলামের মেয়ে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করেছে। ওসি সাইদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে ট্রাক ও চালককে আটক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে শিশু হতাহতের ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়