শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

ক্ষতিকর জেলি মেশানো ৬২০ কেজি চিংড়ি মাছ জব্দ

স্টাফ রিপোর্টার
ক্ষতিকর জেলি মেশানো ৬২০ কেজি চিংড়ি মাছ জব্দ
চাঁদপুর হরিণা ফেরিঘাটে কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাছ মাটি চাপা দেয়া হচ্ছে।

চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকা থেকে ক্ষতিকর জেলি মেশানো ৬২০ কেজি (১৫.৫ মণ) চিংড়ি মাছ জব্দ করেছে কোস্টগার্ড। ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ৬২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

পরে ওইদিন বিকেলে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের উপস্থিতিতে ক্ষতিকর চিংড়ি মাছগুলো মাটি চাপা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়