প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪৫
নাবিল হত্যা মামলায় শাহাজালালের মৃত্যুদন্ড দিয়েছে আদালত
চৌধুরী ইয়াসিন ইকরাম

চাঁদপুরের চান্দ্রা বাজারে নাবিল হত্যা মামলায় শাহাজালাল হোসেন সোহাগ (৩৬) পিতা শাহজাহান মেকারকে মৃত্যুদন্ড দিয়েছে চাঁদপুর নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালের বিচারক। সোমবার ২৩ জানুয়ারি দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালেন বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।
( বিস্তারিত আসছে )....