প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৯:২৮
ইটভাটা মালিকের এ কেমন দৃষ্টতা!

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবায় অবৈধ মা-রহমত ব্রিক ফিল্ডে উপজেলা প্রশাসন পর পর দু বার অভিযান পরিচালনা করে বন্ধ করে দেয়। কিন্তু ব্রিক ফিল্ডের মালিক প্রভাব খাঁটিয়ে পুনরায় ইট ভাটা চালু করে। জানা যায়, ২১ জানুয়ারি শনিবার ইটভাটায় পুনরায় ইট পোড়ানো কাজ করে যাচ্ছে ভাটার মালিক। প্রশাসন জরিমানা আদায় করা, মুচলেকা দেওয়াসহ পানি দিয়ে দুবার ইটভাটা বন্ধ করে দেয়। তারপর ও ইট ভাটার মালিক কার খুঁটির জোরে প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয় ইট ভাটা চালু করে। এনিয়ে এলাকায় বিভিন্ন গুঞ্জন শোনা যায়।
|আরো খবর
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক'জন জানান, ইট ভাটা উপজেলা প্রশাসন বন্ধ করে দেওয়ার পর ও তারা পুনরায় চালু করে কিভাবে। ইট ভাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার পরে ও তারা কি ভাবে ভাটা চালু করে। এ ব্যাপারে চাঁদপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান বলেন, ইট ভাটা পর পর দুবার বন্ধ করার পর ও পুনরায় চালু করেছে এ বিষয়ে ব্যবস্থা নেও হবে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় বারের মতো ইট ভাটায় পানি দিয়ে নিবিয়ে দেওয়া হয়েছে। গত ১৪ জানুয়ারী শনিবার দুপুরে মা রহমত ব্রিক ফিল্ডে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইট ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভাটার মালিককে।