মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:০৯

বালিথুবায় রাতে ইট পোড়ানো হয় মা-রহমত ইটভাটায়

স্টাফ রিপোর্টার
বালিথুবায় রাতে ইট পোড়ানো হয় মা-রহমত ইটভাটায়

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবায় রাতের অন্ধকারে ইট পোড়ানো হয় মা-রহমত ইটভাটায়। অবৈধ, কাগজপত্র বিহীন চারপাশে আবাদি জমি ও ১ কিলোমিটারের মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ইটভাটা গত ১৪ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ বন্ধ করে দেয়। কিন্তু চতুর ইটভাটার মালিক রাতের বেলায় চুরি করে ইট পোড়ানো কাজ করে থাকে বলে বিশ্বস্ত একটি সূত্র জানায়। গতকাল সোমবার (১৬) জানুয়ারি রাত প্রায় ১২টায় ইট পোড়ানোর কাজ করে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় সে প্রশাসনকে বৃদ্ধাগুলি প্রদর্শন করে রাতের বেলায় ইট পোড়ানোর কাজ করে। আর দিনের বেলায় ইট বানানোর কাজ করে। দিনের বেলায় ইট পোড়ানোর কাজ বন্ধ রাখা হয়। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়