মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ২০:০১

চাঁদপুর ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ সালমান চৌধুরী (২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ডিএনসি চাঁদপুর।

সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, তার সার্বিক তত্বাবধানে ১২ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপ পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেনের নেতৃত্বে গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় ষ্টেশন মোলহেডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সালমান চৌধুরী (২৫) গ্রেফতার পিতা-শাহনাজ চৌধুরী, মাতা-মৃত সালমা বেগম, স্থায়ী সাং-গাড়ফা (চৌধুরী বাড়ী), ০৫নং ওয়ার্ড, ০১নং উদয়পুর ইউপি, থানা- মোল্লাহাট, জেলা-বাগেরহাটকে ০৪ (চার) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সে ব্যাগে গাঁজাবহন করে গন্তব্যে যাবার জন্য ওইস্থানে অবস্থান করে। তার ব্যাগ তল্লাশি করে গাঁজাগুলো পাওয়া যায়। এই বিষয়ে উপ পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়