প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৯:৪৬
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা মানছে না জেলেরা,চলছে
নৌপুলিশ-কোস্টগার্ডের অভিযান -আরো ১৪ জেলে আটক

চাঁদপুরের প্রশাসনের তৎপরতা থাকা সত্ত্বেও এবার বহু জেলে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার করছে। বুধবার আরো ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। ২৬ অক্টোবর চাঁদপুর নৌ থানা পুলিশ তাদের প্রেস নোটে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় পদ্মা মেঘনা নদীর বিভিন্নস্থানে টহল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জালসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে।৩টি জেলে নৌকা ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং জব্দ ইলিশ কোল্ড স্টোরেজে রাখা হয়।
|আরো খবর
নৌপুলিশ,কোস্টগার্ডের সহযোগিতায় জেলা উপজেলা টাস্কফোর্সের অভিযানও অব্যাহত রেখেছে। অবৈধ জাল জব্দসহ জেলেদের গ্রেফতারও করছে। তবুও থামছে না। জনসচেতনতা না বাড়লে নিষেধাজ্ঞা বাস্তবায়ন সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা। নৌপুলিশ চাঁদপুর অঞ্চল সূত্রে জানা যায়, দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন করার পাশাপাশি নৌপুলিশ নৌপথে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কর্তৃক গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত, পরিবহণ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নৌপুলিশ বলছে, আগামী ২৮ অক্টোবর এই অভিযান শেষ হবে।