প্রকাশ : ১৩ মে ২০২২, ১৯:০৪
কারেন্টজালের খোঁজে পুরাণবাজারে কোস্টগার্ডের অভিযান

মিজানুর রহমান
নিষিদ্ধ ঘোষিত কারেন্টজালের খোঁজে শহরের পুরাণবাজার সুতাপট্টিতে আকস্মিক অভিযান পরিচালনা করেছে চাঁদপুর কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টিম।
শুক্রবার বেলা ১২ টার সময় যোগীপট্টির দুটি দোকানে সুতা ব্যবসায়িদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় এক দোকান থেকে ১৫৩ পিচ সাদা জাল পাওয়া যায়। এসব জাল বৈধ বলে দাবি করেন সুতা ব্যবসায়ি নেতৃবৃন্দ।
পরে মৎস্য বিভাগের যাচাই বাছাইয়ের জন্য জালগুলো কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়।








