শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

সড়ক দুর্ঘটনায় নিহত ইমামের পরিবারকে আইজিপির ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার ॥
সড়ক দুর্ঘটনায় নিহত ইমামের পরিবারকে আইজিপির ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমামের পরিবারকে বাংলাদেশ পুলিশ-এর পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুস সালাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২৪ জুন মৃত্যুবরণ করায় মরহুমের পরিবারকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক বাংলাদেশ পুলিশ-এর পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৬ জুলাই শনিবার মরহুমের পরিবারকে আইজিপির এই আর্থিক সহায়তা হস্তান্তর করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পুলিশ সুপার বলেন, পেশ ইমামের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পুলিশ সুপার মরহুমের পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়