প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ১৮:৫৮
ভেঙে দেয়া হলো মালয়েশিয়ার সংসদ

মালয়েশিয়ার রাজা এর সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) স্থানীয় টেলিভিশন সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব।
|আরো খবর
- মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠনের প্রতিনিধি দলের চান্দ্রা শিক্ষিত বেকার ও শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমবায় সমিতি পরিদর্শন
- মালয়েশিয়াতে ট্রাম্পের সফর বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- মালয়েশিয়ার ফয়জুদ্দিন সেন্টার অব এডুকেশনাল এক্সিলেন্স এবং গ্লোবাল পার্টনারদের সাথে ডিইএফএফইউইউজেড কনসোর্টিয়াম চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার নিরপেক্ষ ভোট নিশ্চিত করা এবং খরচ বাঁচানোর পাশাপাশি জনগণের যাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্য একই সময়ে সব স্থানে নির্বাচন পরিচালনা করা উচিত। মনোনয়ন এবং ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।
এ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি দৃঢ়, স্থিতিশীল সরকার গঠন নিশ্চিত করার জন্য জনগণের সমর্থন পাওয়াই এখন সবচেয়ে বড় বিষয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি। তার আশা, জনগণ তাদের ভোট দিয়ে তাদের সরকার বেছে নেবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।








