মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২

শ্রীনগরে কুয়াশা ও মৃদু শীতে জনজীবন স্থবির

আব্দুল মান্নার সিদ্দিকী
শ্রীনগরে কুয়াশা ও মৃদু শীতে জনজীবন স্থবির
ছবি :সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়

মৃদু শীতকুয়াশাচ্ছন্ন আবহাওয়া-এর কারণে

জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শনিবার

২১ ডিসেম্বর ২০২৫

সকাল থেকেই সূর্যের আলো ও আঁধারের মিশ্র পরিবেশে

রাস্তাঘাটে জনচলাচল ছিল উল্লেখযোগ্যভাবে কম।

সকাল থেকেই কুয়াশার প্রভাবে সড়কগুলো ছিল প্রায় ফাঁকা

প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হননি।

ফলে যানবাহন চলাচল কমে যাওয়ার পাশাপাশি

ব্যবসা-বাণিজ্যে

নেতিবাচক প্রভাব পড়েছে।

স্থানীয় বাজার-এ দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই সীমিত।

বিশেষ করে

চায়ের দোকান-গুলোতে

সকাল ও দুপুরে সামান্য ভিড় থাকলেও সন্ধ্যার পর

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা

জনশূন্য হয়ে পড়ে।

স্থানীয় অটোরিকশা চালকরা জানান, সূর্যের আলো কম, কুয়াশাশীতল হাওয়া-র কারণে

যাত্রী পাওয়া যাচ্ছে না। প্রতিদিন যেখানে

৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় হতো,

সেখানে বর্তমানে দিনভর আয় নেমে এসেছে

৪০০ টাকারও কমে

মুদি দোকানিরা জানান, সারাদিনে টুকটাক বিক্রি হলেও সন্ধ্যার পর দোকানগুলো প্রায় সম্পূর্ণভাবে ক্রেতাশূন্য হয়ে পড়ে।

একই চিত্র দেখা গেছে চায়ের দোকানগুলোতেও। সন্ধ্যার আগ পর্যন্ত কিছু মানুষের উপস্থিতি থাকলেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে

চায়ের দোকানগুলোতে নেমে আসে

নিস্তব্ধতা

স্থানীয়দের আশঙ্কা, শীত ও কুয়াশার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকলে খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকায়

বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়