বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০

কল্যাণপুর ইউনিয়নে 'মা সমাবেশ': স্বাস্থ্য সচেতনতায় জোর

নরমাল ডেলিভারি ২৪ ঘণ্টা বিনামূল্যে!

পলাশ দে
নরমাল ডেলিভারি ২৪ ঘণ্টা বিনামূল্যে!
ছবি : চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যান পুর পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এ স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ–২০২৫ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” স্লোগানে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মা–বোনেরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি উপস্থিত নারীদের স্বাস্থ্যসেবা, খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা।

গত ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবেশে অংশগ্রহণকারী নারীরা জানান, সমাবেশ থেকে প্রাপ্ত তথ্য তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করবে।

সমাবেশে বক্তারা বাল্যবিবাহের কুফল, জন্ম নিবন্ধন, গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা, শিশুর টিকাসুরক্ষা এবং বাল্যবিবাহের কারণে সৃষ্ট শারীরিক–সামাজিক সমস্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা পাওয়া যায়—এ তথ্য জানিয়ে উপস্থিতদের সেবা গ্রহণে উৎসাহিত করা হয়।

পরিবার পরিকল্পনা পদ্ধতির বিষয়ে আরও সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে কর্মকর্তা পরিষ্কার–পরিচ্ছন্ন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং কিশোরীদের টিটি টিকা বিষয়ে মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

আয়োজকরা জানান, পরিবার–পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে এমন সমাবেশ নিয়মিতভাবে আয়োজন করা হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়