বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২২:২৭

৩ নং কল্যাণপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের উঠান বৈঠক: সচেতনতার বার্তা পৌঁছানো হলো ঘরে ঘরে

পলাস দে
৩ নং কল্যাণপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের উঠান বৈঠক: সচেতনতার বার্তা পৌঁছানো হলো ঘরে ঘরে

চাঁদপুর সদর উপজেলার সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ নং কল্যাণপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কল্যাণ্দী গ্রামের প্রধানিয়া বাড়ির উঠানে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে গ্রামের মা-বোনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিবারের স্বাস্থ্যকল্যাণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় মুখরিত ছিল।

IMG-20251209-WA0060

এতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জীব চন্দ্র দে এবং পরিবার কল্যাণ সহকারী মনিরা খানম।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল:

- বাল্যবিবাহ এর কুফল ও সামাজিক প্রভাব
- জন্ম নিবন্ধন এর গুরুত্ব
- গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
- শিশুদের টিকাদান কর্মসূচির সুরক্ষা
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা বিনামূল্যে স্বাভাবিক প্রসব (Normal Delivery) সেবা

আলোচকরা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে আরও বেশি মনোযোগী হতে এবং সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে কিশোরীদের টিটি টিকা দেওয়ার বিষয়ে মায়েদের আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সংগঠকরা জানান, এই সেবা ও প্রচার সপ্তাহ জুড়ে তারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়