বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:২০

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা জরুরি — সিভিল সার্জন ডা. নূর আলম দিন

মো. জাকির হোসেন
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা জরুরি — সিভিল সার্জন ডা. নূর আলম দিন

চাঁদপুর সদর উপজেলার জি. এম. ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) স্বাস্থ্য বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল-এর জেলা সমন্বয়কারী জনাব এরশাদ খান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চাঁদপুরের সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ নূর আলম দিন

তিনি বলেন,

“স্বাস্থ্য সচেতনতা কেবল চিকিৎসকদের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষ—বিশেষত শিক্ষার্থীদের অংশগ্রহণই পারে একটি স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন,

পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়ামপরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুললে নানা রোগব্যাধি সহজেই প্রতিরোধ করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ

তিনি বলেন,

“বিদ্যালয়ই হলো স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার প্রথম প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে স্বাস্থ্য বার্তা ছড়িয়ে দেওয়া সবচেয়ে কার্যকর উপায়।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব জাকির হোসেন পাটওয়ারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ. কে. মোহাম্মদ আলী জিন্নাহ

সভায় বক্তারা স্বাস্থ্যসম্মত জীবনযাপন, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের পুষ্টি শিক্ষা এবং বিদ্যালয় পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

পরে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়