সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:১১

মতলব উত্তরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন
ছবি: মতলব উত্তরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের জন্যে কমপ্লিট শাটডাউন পালন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্যে কমপ্লিট শাটডাউন (পূর্ণাঙ্গ কর্মবিরতি) শুরু করেছেন।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার ব্যানারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম।

এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র সরকার, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সাবেক সভাপতি এসএম নিজাম, মতলব উত্তর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ খান, সংগঠনের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন (১), সাবেক সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, সংগঠনের যুগ্ম সম্পাদক সারোয়ার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আ. লতিফ, স্বাস্থ্য সহকারী মুরাদ হোসেন প্রমুখ। এ কর্মসূচিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে : নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ও বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।

তারা বলেন, আমাদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে কাজে ফেরানোর জন্যে সরকারের পদক্ষেপ কামনা করছি। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যে কমপ্লিট শাটডাউন (পূর্ণাঙ্গ কর্মবিরতি) কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। দাবি পূরণ হলে আমরা কাজে ফিরে যাবো। আর তা হলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো সুদৃঢ় হবে।

উল্লেখ্য, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন হয়। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতারা।

সারাদেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজারেরও বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক কাজ করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন তারা। এছাড়া রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন।

তারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন, ১৫-৪৯ বছর বয়সী নারীদের টিটি/টিডি টিকা দেয়া, গর্ভবতী মা ও শিশুদের সেবা দেয়া, প্রসব-পূর্ববর্তী ও পরবর্তী সেবা দিয়ে থাকেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চার দশকের বেশি সময় তারা প্রথম সারির যোদ্ধা হিসেবে জনগণের স্বাস্থ্যসেবায় রয়েছেন। তারা করোনাকালীন সময়ে টিকাদান কর্মসূচিকে করোনা যোদ্ধা, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, পোলিওমুক্ত বাংলাদেশ গড়া, গুটিবসন্ত দূরিকরণ, যক্ষ্মা ও হাম রোগ নিয়ন্ত্রণ, শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু হার কমানোয় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা দেয়ার কারণে সরকার আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার লাভ করেছে।

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন আন্দোলন করে আসছে, স্বাস্থ্য সহকারীদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়ায় কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ যে কমপ্লিট শাটডাউন (কর্ম বিরতি) পালনের ঘোষণা দিয়েছে, তাতে এ সময় ইপিআই, টাইফয়েড ক্যাম্পেইনসহ সকল প্রকার কাজ বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়