বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

স্বপ্নসঙ্গী
অনলাইন ডেস্ক

রোজ রাতে ঘুমালেই একটা স্বপ্ন ভাসে দু চোখের পাতায়

মৃত নগরীতে কে যেনো টেনে নিয়ে যায় আমায়!

আমি গোলাপ খুঁজি, সে কাঁটা দেয়, সাথে যন্ত্রণাও;

রোজ কেউ একজন আমায় নিয়ে যায় এমন নগরীতে

যেখানে চাঁদ, জ্যোৎস্না, বৃষ্টিরা সব মৃত আর ভুতুড়ে!

আমি জ্যোৎস্না ভালোবাসি, সে চায় মাখতে অমাবস্যা রঙ;

আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি বলে সে রোদ চায়!

ফুলের প্রতি দুর্বার আকর্ষণ আমার, বাদ নেই ঘাসফুলও

অথচ কি অদ্ভুত! সে ছুটে যায় শুধুই মরুভূমির টানে।

তবুও স্বপ্ন সঙ্গীর সাথে আমি পতঙ্গের মতো ছুটি

রাগ-অনুরাগ, বিতৃষ্ণা কোথায় যে পালায় ক্লান্ত পায়ে,

অতঃপর, আমি বিপরীতমুখি স্বপ্নসঙ্গীর আহ্বানে ঘুম দিই; স্বপ্ন ঘুম!

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়