শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্কাউটিং ভালোবাসি

ইয়াসিন সাকিব
স্কাউটিং ভালোবাসি

অন্ধকারেই চাঁদ সুন্দর

আলোতে তা অপূর্ণ

দুঃখ ছাড়া সুখ বোঝে না

জীবন হয় না পূর্ণ!

সুখ খুঁজি-গো! সুখ বুঝিবো

করিবো স্কাউটিং

জীবনজুড়ে আলোর প্রদীপ

জ্বলুক চিরদিন।

অপরের দুঃখ ভাগ করে মোরা

সুখ কুড়াবো সবাই মিলে-

সাম্যের গান গাইবো মোরা

ব্যাডেন পাওয়েলের পথ ধরে।

চলো সবে হাতে হাত রাখি

আরেকবার সাজাই পৃথিবী।

চলো মোরা সাম্যের গান ধরি-

হৃদয় গভীর থেকে স্কাউটিং ভালোবাসি।

মোরা অপরের সুখে হাসি

মোরা অপরের দুঃখগুলো-

নেই ভাগ করি-

মোরা স্কাউটিং ভালোবাসি।

মোরা স্কাউটিং ভলোবাসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়