শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

অভিনয়
অনলাইন ডেস্ক

নির্জন রাতগুলোতে

তোমার কথা ভাবতে ভাবতে

কেটে যায় আমার সময়

পাবো কি তোমায় আমি

নাকি এটি নিছক অভিনয়।

এই রাত যতো গভীর হয়

চারপাশ যখন নিঃশব্দ হয়

কোনো এক কল্পনাতে হারিয়ে যাই

শুধু তোমায় নিয়ে

পাবো কি তোমায় আমি

নাকি এটি নিছক অভিনয়।

তোমার ওই চাহনি আমায়

হাসায়, আবেগে ভাসায়,

তোমার অভিমানে আমায় কাঁদায়

পেতে চায় শুধু যে তোমায়।

পাবো কি তোমায় আমি

নাকি এটি নিছক অভিনয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়