শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০

আল বাহারের কবিতা
নিঃস্বার্থ ভালোবাসা

ভালোবাসা একটি মহামূল্যবান জিনিস

যে ব্যক্তি নিঃস্বার্থ ভালোবাসতে পারে

তাহলে এটি তার গর্বের বিষয়।

সে ব্যক্তি প্রশংসা এবং সম্মান পাওয়ার যোগ্য

কারণ, নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে উন্নত করে।

এমন ভালোবাসা ভালো নয়

যে ভালোবাসা স্বার্থের জন্যে তৈরি হয়।

ভালোবাসা হতে হবে

নিঃস্বার্থ জনকল্যাণমুখীÑ।

সে ব্যক্তিই মহান

যে ভালোবেসেই সুখ পায়

না পাওয়ার বেদনা যার

অন্তরে পায় না স্থান।

তোমাদের মতো নয়

আমিও ভালোবাসি

নিয়মিত স্বপ্ন দেখি। তবে,

তোমাদের মতো নয়।

আমিও বিজয়ে হাসি

পরাজয়ে ব্যথিত হই। তবে,

তোমাদের মতো নয়।

আমিও হাসি, কাঁদি

অভিনয় করি। তবে,

তোমাদের মতো নয়।

আমিও হয়তো মিথ্যা বলি

কথার অবমাননা করি। তবে,

তোমাদের মতো নয়।

আমিও ভবিষ্যৎ নিয়ে ভাবি

সুখী হতে চাই। তবে,

তোমাদের মতো নয়।

আমিও লোভী, হিংসুক

অপরাধী। তবে,

তোমাদের মতো নয়।

আমিও পৃথিবীকে ভালোবাসি

আরও কিছুদিন বাঁচতে চাই। তবে,

তোমাদের মতো নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়