বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

প্রভু, তুমি আছো বলে
ক্ষুদীরাম দাস

প্রভু, তুমি আছো বলে

আজ প্রশান্তির ছোঁয়ায় হৃদয় ভাসে ছন্দে আনন্দে

প্রভু, তুমি আছো বলে

একাকীত্ব দূরে চলে গেছে, যাই না নিরানন্দে।

প্রভু, তুমি আছো বলে

দুঃখগুলো মুছে গেছে জীবনের পাশ কেটে

প্রভু, তুমি আছো বলে

মনখুলে ভালোবাসি প্রতিবেশীকে।

প্রভু, তুমি আছো বলে

দুষ্টের দল ছুটে পালায় দূর বহুদূরে

প্রভু, তুমি আছো বলে

পেলাম তোমায় আমার হৃদয় কুটিরে।

প্রভু, তুমি আছো বলে

আমি যে মহাসুখে, আছি নিরাপদ

প্রভু, তুমি আছো বলে

সর্বদা করি তোমায় প্রণিপাত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়