সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০

অনৈতিকতা
অনলাইন ডেস্ক

পরনিন্দা চর্চায় যারা নিয়ত ব্যস্ত রয়েছে,

আর্শিতে কি নিজের চেহারা কখনো পরখ করেছে?

অগ্রে নিজেকে জেনে ফেলেছেন সবিস্তারে যিনি

মানুষের কাতারে সঠিকভাবে মিলে গিয়েছেন তিনি।

কৃতঘœ আর অকৃতজ্ঞের আশীবিষে একবার দংশিছে যারে,

দ্যুলোক-ভূলোকের কোনো বেদনাই এর সমতুল নহে।

পরশ্রীকাতরতায় ভুগিছে নিরন্তর যে জন এ চরাচরে,

হাঁড়কাপানো হিমবাহের কম্পনও অধিকতর ভাল হতে পারে।

পরকীয়ায় আছে প্রতিশ্রুত যে ঘৃণ্য হতভাগারা,

ঘরভাঙ্গার অশনি সংকেত, করছে তাদের তাড়া।

ভূমিদস্যু ভয়ঙ্কর শত্রু, সাধারণ্যে হয় নাভিশ্বাস,

আমলাতান্ত্রিক প্রাবল্যে করে মারাত্মক সর্বনাশ।

কিশোর-সন্ত্রাসী, মলম পার্টি, জালটাকার উদ্গীরণ,

এ নিয়ে দিশেহারা হয়ে আছে বাংলার জনগণ।

ধর্ষণ চিত্র আর খুনের বৈচিত্র্য, কতই না নারকীয় বীভৎস হেথা।

আইন আমলে অজ্ঞাত কৌশলে ধর্ষক-খুনির জামিন পাওয়া সস্তা।

মানব কুলের অসহায়ত্ব আজি স্বজাতির কূটকৌশলের কবলে।

মতি যাদের নীচতা সহ দুর্মতিরাই সর্বস্তরে নষ্টে।

সর্বস্তরে অনৈতিকায় দগ্ধীভূত আজি এই চরাচর,

বিধাতা প্রদত্ত সুমতির আকাঙ্ক্ষায় আছি নিরন্তর ॥

বিমল কান্তি দাশ : কবি ও প্রবন্ধকার; অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়