প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৮
ইউর বার্থ ডে

গাজী গিয়াস উদ্দিন ইউর বার্থ ডে
ইয়েটস সুমহান আইরিশ কবি
কে বলে সমাধিতে তুমি নেই
রক্তের স্পন্দন হৃদয় থেকে
হৃদয়ে জেগে উঠে ব্যাকুল সৌরভেচুয়াত্তর বছরের চিরায়ত উচ্চারণ
‘দ্যা লেক আইল অব ইনিসফ্রি’
আজো আবৃত্ত হয় গণমঞ্চে
জন্মদিনে কবিতার আনন্দ আন্দোলন...তোমার কবিতার সুর
ঐতিহ্য মৃত্যু প্রেম ও সংস্কৃতি
আর পৌরাণিক কাহিনিপুনর্জাগরণের কবি
প্রকৃতি ও প্রেমের কবি
সঞ্চিত রত্নরাজি জীবিত স্মৃতিস্তম্ভেকাব্য দেশে অশ্রুঝরা স্বপ্ন তোমার
“...রাত দিন আর আলো-আঁধারিতে বোনাÑ
বিছিয়ে দিতাম সেই কাঁথা আমি তোমার পদতলে :
কিন্তু... দরিদ্র আমি, আমার আছে স্বপ্ন শুধু;
তোমার পায়ের নিচে আমার স্বপ্ন
আমি ছড়িয়ে দিয়েছি;
আস্তে পা ফেলো... কারণ তুমি
আমার স্বপ্নের উপর হাঁটছো।
(স্বপ্ন অর্পণ তোমার চরণে)